রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যজুড়ে আট ধরনের নতুন আয়ুষ চিকিৎসা প্রকল্পও চালু হচ্ছে, তৈরি হয়েছে ২৫৪টি নতুন পদ

June 19, 2024 | < 1 min read

রাজ্যজুড়ে আট ধরনের নতুন আয়ুষ চিকিৎসা প্রকল্পও চালু হচ্ছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অ্যালোপ্যাথির মতো মূল ধারার চিকিৎসায় বিশ্বাসীরা যতই আয়ুষকে দুচ্ছাই করছেন, ততই রোগীর সংখ্যা বেড়ে চলেছে এই বিকল্প চিকিৎসায়। এই পরিস্থিতিতে অ্যালোপ্যাথিকে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিল আয়ুষ। সৌজন্যে ন্যাশনাল আয়ুষ মিশন। রাজ্যে এই প্রকল্পে তৈরি হল ২৫৪টি সম্পূর্ণ নতুন পদ। তার মধ্যে রয়েছে আয়ুষ মেডিক্যাল অফিসার, ফার্মাসিস্ট, যোগা ইনস্ট্রাকটার, মাল্টিপারপাস ওয়ার্কার প্রভৃতি পদ। নতুন পদ সৃষ্টির জন্য বাংলায় আয়ুষ চিকিৎসা আরও শক্তিশালী হতে চলেছে। শুধু তাই নয়, রাজ্যজুড়ে আট ধরনের নতুন আয়ুষ চিকিৎসা প্রকল্পও চালু হচ্ছে।

সুগার, প্রেসার নিয়ন্ত্রণ থেকে মা ও শিশুর চিকিৎসা, ক্যান্সার ও বিভিন্ন মারণ রোগের অন্তিম পর্যায়ের রোগীর চিকিৎসা থেকে শুরু করে ঘাড়, পিঠ, হাঁটু, কোমর সহ বিভিন্ন জায়গার ব্যথা নিরাময়, কী নেই তাতে! বয়স্কদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে এখন অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে জেরিয়াট্রিক মেডিসিন বা ষাটোর্ধ্বদের চিকিৎসা। তাতেও এবার সরকারিভাবে প্রবেশ করবে আয়ূষ। স্কুলে স্কুলে বাচ্চাদের আয়ুষ জীবনশৈলীর পাঠ দেওয়া হবে। ৩১ শে জুলাইয়ের মধ্যে নয়া পদগুলিতে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন।

স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, নতুন ২৫৪টি পদের মধ্যে ১০৬টি হল আয়ুষ মেডিক্যাল অফিসারের পদ। তার মধ্যে রয়েছে ৫৪টি হোমিওপ্যাথিক ও ৪৮টি আয়ুর্বেদ মেডিক্যাল অফিসার পদ। এছাড়া ২১ জন হোমিওপ্যাথিক এবং ১৫ জন আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, ৪২ জন যোগা প্রশিক্ষক এবং ৭০ জন মাল্টিপারপাস ওয়ার্কার আছেন নিয়োগের তালিকায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #AYUSH treatment, #AYUSH treatment schemes

আরো দেখুন