দেশ বিভাগে ফিরে যান

বিহারে আবারও সেতু বিপর্যয়, চালু হওয়ার আগেই ভাঙল ব্রিজ দেখুন ভিডিও

June 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ফের বিহারে সেতু বিপর্যয়! চালু হওয়ার আগেই ভেঙে পড়ল সেতু। সেতু ভেঙে পড়ার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। আরারিয়া জেলায় ১২ কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছিল সেতুটি। সেতুটি তৈরি হলেও অ্যাপ্রোচ রোড তৈরি না হওয়ায় তা চালু হয়নি। অভিযোগ উঠছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই সেতুটি ভেঙে পড়েছে। অভিযোগের তীর নির্মাণ সংস্থার দিকে। ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে প্রশাসন। আরারিয়ার সিখতি ও কুর্সাকাট্টা ব্লকের মধ্যে সংযোগ গড়ে তুলতে বাকরা নদীর উপর সেতু তৈরি করা হয়েছিল।

বিহারে সেতু ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। গত বছরেও অল্প সময়ের ব্যবধানে ভাগলপুরে একটি নির্মীয়মাণ সেতু দু’বার ভেঙে পড়েছিল। মুখ্যমন্ত্রী বিবৃতি জারি করে জানিয়েছিলেন, সেতু তৈরির সময় ব্যাপক দুর্নীতি হয়েছিল। এক বছরের মধ্যে ফের বিহারে সেতু ভেঙে পড়ায় ডবল ইঞ্জিন সরকারের ভূমিকায় প্রশ্ন উঠছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে সেতুটির একাংশ ভেঙে পড়ে। তারপর নদীর উপরে থাকা অংশ সম্পূর্ণ ভেঙে পড়ে এবং জলে ভেসে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bihar, #araria, #flyover collapse, #bihar flyover collapse

আরো দেখুন