← দেশ বিভাগে ফিরে যান
গরমে পুড়ছে উত্তর ভারত! শৈলশহর মুসৌরি ও নৈনিতালেও বইছে লু?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমগ্র উত্তর ভারতই গরমে পুড়ছে। গত এক সপ্তাহজুড়ে গোটা উত্তরভারতের তাপমাত্রা ৪৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। উত্তরাখণ্ডের শৈলশহর মুসৌরি ও নৈনিতালের পরিস্থিতিও তাই। সন্ধ্যা সাতটা পর্যন্ত রীতিমতো লু বইছে নৈনিতালে। হোটেলে রাতে ফ্যান চালিয়ে ঘুমতে হচ্ছে পর্যটকদের।
দেরাদুনে পারদ ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, মুসৌরিতে ৪৩ ডিগ্রি। পাউরি ও নৈনিতালেও তাপপ্রবাহ চলছে। গত তিন মাস যাবৎ কার্যত একই পরিস্থিতি চলছে। বৃষ্টির দেখা নেই। হিমাচল প্রদেশে ৪৪ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। জম্মু ও কাশ্মীরের কাটরায় পারদ ৪০.৮ ডিগ্রির ঘরে পৌঁছেছে। জম্মুতে তা ৪৪.৩ ডিগ্রি। বর্ষার অপেক্ষায় উত্তর ভারত।