৫০০ বর্গফুটের বেশি জায়গা নিয়ে তৈরি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য বর্জ্য করের সিদ্ধান্ত বহাল হাইকোর্টের

আদালত জানিয়েছে, কলকাতা পুরসভা ও মামলাকারীদের হলফনামা জমা পড়েছে। শীঘ্রই মামলার পরবর্তী শুনানি।

June 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য বর্জ্য করের সিদ্ধান্ত বহাল হাইকোর্টের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৫০০ বর্গফুট বা তার বেশি জায়গা নিয়ে তৈরি হোটেল, রেস্তোরাঁ, শপিংমল, হাসপাতাল, নার্সিংহোম-সহ সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য বর্জ্য কর ধার্য করেছিল কলকাতা পুরসভা। সেই নির্দেশিকাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলায় আপাতত পুরসভার সিদ্ধান্তকেই বহাল রাখল আদালত। ৫০০ বর্গফুটের বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পুরসভার নির্দেশিকা অনুযায়ী দৈনন্দিন জঞ্জাল কর দিতে হবে।

২০২৩ সালের ২৪ এপ্রিল মেয়র পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত হারে নয়া কর সংক্রান্ত এক নির্দেশিকা জারি করে বলা হয়, ৫০০ বর্গফুট আয়তনের কম জায়গা নিয়ে ব্যবসা করলে কোনও ব্যবসায়ীকে জঞ্জাল অপসারণের জন্য বা‌ড়তি কর দিতে হবে না। ব্যতিক্রম ছিল হোটেল, রেস্তোরাঁ, ইটিং হাউস। ৫০০ বর্গফুট বা তার বেশি আয়তনের হোটেল, হাসপাতাল, নার্সিংহোম, প্যাথলজিক্যাল ল্যাব, ডায়গনস্টিক সেন্টার, শপিং মল ও মাল্টিপ্লেক্সের মতো প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে বর্জ্য অপসারণের জন্য নির্দিষ্ট হারে কর দিতে হবে। নির্দেশিকায় পুরসভা জানায়, কোনও প্রতিষ্ঠান ইচ্ছে করলে পুনর্বিবেচনার আবেদন জানানো যাবে।

এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ক্যালকাটা হোটেলস, গেস্ট হাউজেস অ্যান্ড রেস্তোরাঁ ওনার্স অ্যাসোসিয়েশন-সহ অন্যরা। মামলার শুনানিতে মামলাকারীদের দাবি, প্রতিষ্ঠানের লাইসেন্স পুনর্নবীকরণের ক্ষেত্রে বর্জ্য কর আদায় সংক্রান্ত শর্ত আগে থেকে চাপানো যায় না। পুর আইনে এমন কোনও সংস্থান নেই। নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করার দাবি জানান তাঁরা। পুরসভার পাল্টা দাবি, আইনের সংস্থান অনুযায়ী নির্দেশিকা জারি করা হয়েছে। আদালত জানিয়েছে, কলকাতা পুরসভা ও মামলাকারীদের হলফনামা জমা পড়েছে। শীঘ্রই মামলার পরবর্তী শুনানি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen