অষ্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারকে পশ্চিমবঙ্গে আসার অনুমতি দিচ্ছে না মোদী সরকার, অভিযোগ তৃণমূলের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বুধবার দিল্লিতে সাংবাদিকদের সামনে এই অভিযোগগুলি তুলে ধরেন দলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ।
শেয়ার বাজারে অদৃশ্য নয়ছয় করার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূলের সাংসদরা। সাগরিকা বলেন, এ মাসের গোড়ায় বুথফেরত সমীক্ষার পর আচমকাই আদানি-আম্বানিসহ কয়েকটি কোম্পানির শেয়ারদর রাতারাতি আকাশ ছুঁয়ে যায়। এর পিছনে কারও না কারও হাত রয়েছে। এই রহস্যের পিছনে দুর্নীতি আছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস।
পাশাপাশি এদিন আরেকটি গুরুতর অভিযোগ করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, মোদী সরকার ষড়যন্ত্র করে অষ্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারকে পশ্চিমবঙ্গে আসার অনুমতি দেয়নি। ডেপুটি হাইকমিশনার রাজ্যের তিন মন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে চাইছিলেন। সাগরিকা বলেন, এই বিষয়টি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী।