দেশ বিভাগে ফিরে যান

সরকারি প্রকল্পের বানান লিখতে হোঁচট খেলেন মোদীর মন্ত্রী! দেখুন ভাইরাল ভিডিও

June 20, 2024 | < 1 min read

সরকারি প্রকল্পের বানান লিখতে হোঁচট খেলেন মোদীর মন্ত্রী!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু করেছিল মোদী সরকার। সেই প্রকল্পের স্লোগানের বানান লিখতে গিয়ে হোঁচট খেলেন খোদ কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাবিত্রী ঠাকুর। মন্ত্রীর কীর্তির ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছে, যা দেখে হেসে লুটোপুটি সক্কলে। ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

মধ্যপ্রদেশের ধর জেলার ব্রহ্মকুণ্ডির এক বিদ্যালয়ে স্কুল চলো অভিযান কর্মসূচিতে মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন স্থানীয় বিজেপি সাংসদ তথা কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিত্রী ঠাকুর। অনুষ্ঠানে একটি সাদা বোর্ডে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান লিখতে গিয়ে কার্যক হোঁচট খেতে হল তাঁকে। ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর বদলে মন্ত্রী লেখেন ‘বেটি পড়াও বাঁচাও।’ ভুল স্লোগান দেখে হাসির রোল ওঠে।

ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সাবিত্রী ঠাকুরের এহেন কীর্তির ভিডিয়ো ভাইরাল হয়েছে। সুযোগ পেয়ে তাঁকে খোঁচা মারতে ছাড়েনি বিরোধীরা। নেটিজেনদের অনেকেই রসিকতা করে লিখেছেন, ভোটে লড়াই ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবার সংবিধান সংশোধন করে চালু করা উচিত। অনেকেই প্রশ্ন তুলছেন, মন্ত্রী শিক্ষার হাল এমন হলে দেশ তো রসাতলে যাবেই!

TwitterFacebookWhatsAppEmailShare

#Viral video, #bjp, #savitri thakur, #Ministry of Women and Child Welfare

আরো দেখুন