কলকাতা বিভাগে ফিরে যান

লোকসভায় ভরাডুবি হতেই পদ্ম ছেড়ে জোড়াফুলে ঝাঁপ দীনেশের

June 20, 2024 | < 1 min read

দীনেশ বাজাজ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত, লোকসভা একের পর এক ভোটে বাংলায় বিজেপির পায়ের তলার মাটি হালকা হচ্ছে, মুখ থুবড়ে পড়ছে গেরুয়া শিবির। একে একে ফের ঘরওয়াপসি হচ্ছে। লোকসভার ফলাফল দেখেই পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরছেন বিজেপির নেতা, কর্মীরা। খাস কলকাতাতেও শুরু হয়েছে দলবদল। কলকাতার প্রভাবশালী বিজেপি নেতা দীনেশ বাজাজ তৃণমূলে ফিরলেন।

জোড়াসাঁকোর প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।বছরখানেকের মধ্যেই বিজেপির সঙ্গে দীনেশের দূরত্ব বাড়তে থাকে। ১০ জুলাই মানিকতলা বিধানসভা উপ-নির্বাচন। তার আগে গত রবিবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে এক ঘরোয়া বৈঠকে হাজির হয়েছিলেন দীনেশ বাজাজ। মানিকতলা উপ নির্বাচনের জন্য তৈরি কমিটির আহ্বায়ক কুণাল ঘোষ এবং চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ্য রাউত ছিলেন বৈঠকে। সেখানেই তৃণমূলে ফেরার কথা ঘোষণা করেন দীনেশ বাজাজ। কুণাল ঘোষের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমেই দীনেশ বাজাজ বৈঠকে ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #tmc, #politics, #dinesh bajaj

আরো দেখুন