বিনোদন বিভাগে ফিরে যান

জলসা ছাড়ছেন অভিষেক-ঐশ্বর্য? কোথায় ফ্ল্যাট কিনলেন জুনিয়র বচ্চন?

June 21, 2024 | < 1 min read

জলসা ছাড়ছেন অভিষেক-ঐশ্বর্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অভিষেক-জায়া অভিনেত্রী ঐশ্বর্যকে বচ্চন পরিবারের সঙ্গে কোনও অনুষ্ঠানেই দেখা যাচ্ছে না! যার ঘিরে জোর গুঞ্জন বলিটাউনে। শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাড়ি জলসা ছেড়েও নাকি বলিউড অভিনেত্রী বেরিয়ে এসেছেন। জানা গিয়েছে, মুম্বইয়ের বোরিভলিতে ১৫ কোটি ৪২ লক্ষ টাকা দিয়ে ছ’টি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অভিষেক বচ্চন। সূত্রের খবর, গত ৫ মে অভিষেকের সঙ্গে ফ্ল্যাট বিক্রির চুক্তি হয়েছে। হঠাৎ এতগুলি ফ্ল্যাট একসঙ্গে কেন কিনলেন অভিষেক? স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের ঠান্ডা লড়াই থামাতেই কি এই পদক্ষেপ করলেন জুনিয়র বচ্চন?

নভেম্বরে ৫০ বছরে পা দেন তারকা অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। স্ত্রীর জন্মদিনের একেবারে শেষলগ্নে অভিষেক শুভেচ্ছা জানিয়ে দায় সারেন। অভিষেকের জন্মদিনে বচ্চন পরিবারের সকলেই শুভেচ্ছা পাঠালেও, ঐশ্বর্য স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান বেশ পরে। তখন থেকেই নানান চর্চা শুরু হয়। অভিষেকের ফ্ল্যাট কেনার পর জল্পনা আরও বেড়েছে! তবে কি স্ত্রী-সন্তানকে নিয়ে জলসা ছাড়তে চলেছেন জুনিয়র বি?

TwitterFacebookWhatsAppEmailShare

#aishwarya rai bachhan, #amitabh bachchan, #Mumbai, #Abhishek Bachchan

আরো দেখুন