বেকারত্ব নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিড়ম্বনায় মোদী!

এবার বললেন, ‘গোটা দেশে এখন অন্যতম বড় সমস্যা বেকারত্ব। যুবক-যুবতীদের সবচেয়ে বড় চিন্তা চাকরি।’

June 20, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
বেকারত্ব নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিড়ম্বনায় মোদী!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শপথ নেওয়ার পর ১০ দিন কাটেনি। তার মধ্যেই বেসুরো সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী! কেন্দ্রের এনডিএ সরকারে অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দুঁদে রাজনীতিবিদ প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগের দল লোক জনশক্তি পার্টি (রামবিলাস)। এর আগে অগ্নিপথ প্রকল্প নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন তিনি। এবার বললেন, ‘গোটা দেশে এখন অন্যতম বড় সমস্যা বেকারত্ব। যুবক-যুবতীদের সবচেয়ে বড় চিন্তা চাকরি।’

এই ঘটনায় যথারীতি মুখ পুড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কারণ, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচার থেকে বিজয় বক্তৃতা, সর্বত্র নিজের সরকারের আমলে কর্মসংস্থান নিয়ে উচ্ছ্বসিত প্রশংসায় মুখর ছিলেন তিনি। কিন্তু তাঁর মন্ত্রিসভার সদস্যই এব্যাপারে সহমত নন।

আগামী ১৯-২২ সেপ্টেম্বর ‘ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া’ নামে মেলা হবে দিল্লির ভারত মণ্ডপমে। সেব্যাপারে বিস্তারিত জানাতেই বুধবার ন্যাশনাল মিডিয়া সেন্টারে হাজির হয়েছিলেন সপার্ষদ চিরাগ পাসোয়ান। সেখানেই তিনি সাফ বলেন, ‘মন্ত্রকের সাফল্যের কোনও পরিসংখ্যান শোনাতে চাই না। কারণ, আমি করে দেখানোয় বিশ্বাসী। তাই এত লক্ষ লোককে চাকরি দেওয়া হয়েছে, এত কাজের সুযোগ মিলেছে, এই সব পরিসংখ্যানে যেতে চাই না। বাস্তবে কী হয়েছে, কী হতে পারে, কৃষকদের ফসল নষ্ট হওয়া আটকাতে মন্ত্রক কী করতে পারে, কৃষকদের উপার্জন কী করে বাড়তে পারে—সেই সম্ভাবনার সন্ধানই আমার লক্ষ্য। কারণ, যুবকদের মধ্যে এখন সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। তা নিয়ে তারা চিন্তিত।’

নতুন কেন্দ্রীয় মন্ত্রী যখন এই সব কথা বলছেন, তখন সেখানে উপস্থিত খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের সচিব অনিতা প্রবীণ, মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রভনীত সিং বিট্টু। দু’জনের দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান। তাঁদের চোখেমুখে তা ধরাও পড়ে। কিন্তু চিরাগকে থামানো যায়নি। তিনি আরও বলেন, ‘খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকে অনেক কাজের সুযোগ রয়েছে। এই সেক্টরকে ঠিকমতো ব্যবহারই করা হয়নি। সম্ভাবনা যত ছিল, তার মাত্র ১০ শতাংশ কাজ হয়েছে। আগামী পাঁচ বছরে খাদ্য প্রক্রিয়াকরণকে আমি অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। কৃষকদের ফসল নষ্ট রুখে খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে বাড়তি উপার্জনের পথ খুলে দেওয়াই আমার লক্ষ্য।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন