রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের সব সরকারি জমির হিসেব ৪৮ ঘণ্টার মধ্যে জমা দিতে বলল নবান্ন

June 20, 2024 | < 1 min read

রাজ্যের সব সরকারি জমির হিসেব ৪৮ ঘণ্টার মধ্যে জমা দিতে বলল নবান্ন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রশাসনিক বৈঠকে বেশ কয়েকটি জেলা এবং দপ্তর ধরে ধরে সরকারি জমি হাতছাড়া হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। কেন এমন ঘটনা ঘটছে? কেন সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে? ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের কাছেই এবিষয় প্রশ্ন ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রতিটি জেলা এবং দপ্তরকেও সরকারি জমি সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বুধবার এই কাজ শেষ করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল নবান্ন। শুক্রবারের (২১ জুন) মধ্যে ওই রিপোর্ট নবান্নে পৌঁছতেই হবে, উল্লেখ করা হয়েছে মুখ্যসচিবের চিঠিতে।

এর পরেই কার্যত নড়েচড়ে বসেন প্রতিটি জেলা প্রশাসন এবং দপ্তরের আধিকারিকরা। বুধবার সন্ধ্যা থেকেই দপ্তরে দপ্তরে চালু হয়েছে সরকারি জমির তথ্য সংগ্রহের কাজ। জেলা এবং দপ্তরগুলির পাঠানো রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা হবে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে থাকা তথ্যাদি। কোথাও কোনও গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট জেলা বা দপ্তরকে তার জন্য শোকজ করা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Nabanna, #Land Reforms Department, #government land

আরো দেখুন