দেশ বিভাগে ফিরে যান

সংসদীয় রীতিনীতিকে বুড়ো আঙুল! প্রোটেম স্পিকার হলেন BJP-র ভর্তৃহরি মহতাব

June 21, 2024 | < 1 min read

প্রোটেম স্পিকার হলেন BJP-র ভর্তৃহরি মহতাব

মোদী সংসদীয় রীতিনীতি মানেন না! কিন্তু এবারে অনেকেই ভেবেছিলেন পরিস্থিতি বদলাবে, কারণ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার তৈরি হয়েছে। জোট শরিকদের ম্যানেজ করে আবার চেনা মেজাজে মোদী। কোনওরকম রীতিরেওয়াজের তোয়াক্কা না-করে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল, প্রোটেম স্পিকার হবেন বিজেপির সাংসদ ভর্তৃহরি মহতাব।

উল্লেখ্য, লোকসভা ভোটের প্রাক্কালে নবীন পট্টনায়েকের বিজেডি ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন তিনি। সাতবার ভোটে জিতে সাংসদ হয়েছেন ভর্তৃহরি কিন্তু তার চেয়ে বেশিবার ভোটে জেতা সাংসদ হলেন কংগ্রেসের কে সুরেশ। রীতি অনুযায়ী তাঁরই প্রোটেম স্পিকার হওয়ার কথা। সুরেশ, টি আর বালু, রাধামোহন সিং, ফগন সিং কুলাস্তে ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সহযোগী হিসেবে মনোনীত করা হয়েছে। যাতে ক্ষিপ্ত কংগ্রেস। সাংসদ কে সি বেণুগোপাল জানান, স্পিকার নির্বাচিত হওয়ার আগে সবচেয়ে বেশিবার জেতা সাংসদই সংসদের কাজ পরিচালনা করেন। এটাই রীতি। সরকার জানাক, কেন সুরেশকে ওই পদে বিবেচনা করা হল না? তৃণমূলের লোকসভার উপ দলনেতা কাকলি ঘোষ দস্তিদার বলেন, বিজেপি সবকিছুর মধ্যেই রাজনীতি টেনে আনছে। এটা কাঙ্খিত নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#protem speaker, #bjp, #Bhartruhari Mahtab, #Member of the Lok Sabha

আরো দেখুন