রাজ্য বিভাগে ফিরে যান

সায়ন্তিকাদের কাছে রাজভবন থেকে এল ‘বিচিত্র’ চিঠি!

June 21, 2024 | < 1 min read

সায়ন্তিকাদের কাছে রাজভবন থেকে এল ‘বিচিত্র’ চিঠি!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বরাহনগর ও ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচন হয়েছে লোকসভা ভোটের সঙ্গেই। দুই কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল। বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলায় জয়ী রেয়াত হোসেন। বিধানসভার সচিবালয় এই দুই নব নির্বাচিত বিধায়কের শপথ নিয়ে রাজভবনে চিঠি পাঠিয়েছিল। বেশ কয়েকদিন পর বৃহস্পতিবার রাজভবন থেকে একটি চিঠি এল বটে। তবে সেই চিঠি কিছুটা ‘বিচিত্র’ বলেই সূত্রের খবর।

সূত্রের খবর, রাজভবন থেকে বিধানসভায় যে চিঠি এসেছে, সেখানে জানতে চাওয়া হয়েছে প্রবীণ মহিলা বিধায়ক কে আছেন? (অর্থাৎ সব থেকে পুরনো)। তফসিলি জাতিভূক্ত (এসসি) প্রবীণ বিধায়ক (যিনি সবথেকে পুরনো) কে আছেন? তফসিলি জনজাতি (এসটি) প্রবীণ বিধায়ক (সব চেয়ে পুরনো) কে আছেন? আর নবীন বিধায়কই বা কে আছেন? এই চিঠির সঙ্গে শপথের কী সম্পর্ক রয়েছে, কিছুই বুঝতে পারছে না বিধানসভা কর্তৃপক্ষ। বিষয়টি একবারেই ইতিবাচক নয় বলেই মত বিধানসভা কতৃপক্ষের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Raj Bhavan, #letter, #Baranagar, #Sayantika banerjee, #Tmc mla

আরো দেখুন