রাজ্য বিভাগে ফিরে যান

বাগদা উপনির্বাচন: বিজেপির দলীয় পতাকা নিয়ে মনোনয়ন জমা দিলেন নির্দল প্রার্থী

June 22, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাগদা বিধানসভার উপনির্বাচনে বিজেপির দলীয় পতাকা নিয়ে নির্দল প্রার্থী হিসেবে শুক্রবার মনোনয়ন জমা দিলেন ‘বিক্ষুব্ধ’ বিজেপি নেতা সত্যজিৎ মজুমদার।

মনোনয়ন জমা দিয়ে সত্যজিৎ মতুয়া ঠাকুরবাড়ি রাজনীতিমুক্ত করার ডাক দেন। তাঁর অভিযোগ, সাংসদ শান্তনু ঠাকুর নিজেদের ব্যবসায়িক স্বার্থে এই উপনির্বাচনে তাঁর ঘনিষ্ঠ বিনয়কুমার বিশ্বাসকে দলীয় প্রার্থী করেছেন। বিনয় বাগদার ‘ভূমিপুত্র’ নন, এই কারণেই তাঁর প্রার্থী হওয়া নিয়ে আপত্তি সত্যজিৎ-সহ বাগদার বিজেপি নেতা-কর্মীদের একাংশের। তাঁরা বাগদার কাউকে প্রার্থী চেয়েছিলেন। সত্যজিতের অভিযোগকে গুরুত্ব দেননি শান্তনু।

উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই বাগদায় বিজেপি’র কোন্দল প্রকাশ্যে এসেছে। দলীয় প্রার্থীর বিরোধিতা করে ক্ষোভ জানিয়েছেন দলের একাধিক পদাধিকারী। বিক্ষুব্ধরা নিজেদের মধ্যে আলোচনা করেই বাগদার বাসিন্দা সত্যজিৎ মজুমদারকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। এদিন মনোনয়ন পত্র জমা দিয়ে সত্যজিৎ মজুমদার বলেন, আমি আদি বিজেপি কর্মী। বাগদার বিজেপি কর্মী-সমর্থকরা আমাকে প্রার্থী করেছেন। বহিরাগত প্রার্থীকে তাঁরা কিছুতেই মানতে চাইছেন না। ঠাকুরবাড়ির প্রতি বিজেপি’র স্থানীয় কর্মীদের আস্থা নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #bagdah bye election

আরো দেখুন