সুশান্ত সিং রাজপুতের দেহে ছিল সূঁচের দাগ, পা ছিল ভাঙা
সুশান্ত সিং রাজপুতের মৃতদেহে সুঁচের দাগ ছিল। এমনকী তাঁর পাও ভাঙা ছিল। হাসপাতাল কর্মীর খোলসায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ওই কর্মী জানিয়েছেন, সুশান্তকে খুনই করা হয়েছে। এদিকে শনিবারই দ্বিতীয়বারের জন্য মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। এই অবস্থায় সুশান্তকে নিয়ে নয়া এই তথ্য সামনে আসায় তা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। ওই হাসপাতাল কর্মী জানান, সুশান্তের মৃতদেহ হলুদ হয়ে গিয়েছিল এবং তাঁর ঘাড়ে সূঁচের দাগ ছিল। শুধু তাই নয়। সুশান্তের পাও ভাঙা ছিল। সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি ওই কর্মীর সাক্ষাৎকারের ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পাশাপাশি তিনি এও দাবি করেছেন, অবিলম্বে রিয়া চক্রবর্তী সহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হোক। নেটিজেনদের অনেকেই জাস্টিস ফর সুশান্ত স্লোগান তুলেছেন। হাসপাতাল কর্মীর এই নয়া তথ্যের ভিত্তিতে অনেকেই মনে করছেন, সুশান্তকে কোনওরকমের বিষ দিয়ে খুন করা হয়েছে। এবং খুনের আগে তাঁর উপর অত্যাচার করা হয়েছে। সেকারণেই তাঁর পা ভেঙে গিয়েছিল।
এদিকে শনিবার দ্বিতীয়বারের জন্য সিবিআই দপ্তরে রিয়া চক্রবর্তী হাজিরা দেন। এদিন দুপুর দেড়টা নাগাদ তিনি সিবিআই দপ্তরে পৌঁছে যান। শুক্রবার টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতে তিনি বাড়ি ফেরেন। শনিবার দুপুরে ফের তাঁকে ডেকে পাঠানো হয়। সিবিআই সূত্রে খবর, সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিথানি এবং পরিচারক নীরজ, কেশব সহ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, অ্যাকাউন্ট্যান্ট রজত মেওয়াতিকে সিবিআই অফিসাররা জিজ্ঞাসাবাদ করেছেন। এদিন সকালে ডিআরডিও গেস্ট হাউসে রিয়ার পৌঁছনোর আগে বাইরে কড়া নিরাপত্তা ছিল। দেড়টা নাগাদ তিনি ডিআরডিও গেস্ট হাউসে পৌঁছলে পুলিসি নিরাপত্তায় ভিতরে নিয়ে যাওয়া হয়।