ঘোষিত হল CFL-র সূচি, কবে নামছে বাগান? ইলিশ-চিংড়ির লড়াই কবে?

গত চার বছরে ইস্টবেঙ্গল ও মোহনবাগান কলকাতা লিগে একে অপরের বিরুদ্ধে খেলেনি। ১৩ জুলাই ডার্বি হবে। যদিও কোথায়, কখন খেলা শুরু হবে, তা জানানো হয়নি।

June 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
শনিবার কলকাতা ফুটবল লিগের সূচি ঘোষণা করল আইএফএ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার কলকাতা ফুটবল লিগের সূচি ঘোষণা করল আইএফএ। উদ্বোধনী ম্যাচে হবে ২৫ জুন। মহমেডান উয়াড়ির বিরুদ্ধে খেলতে নামবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। সন্ধ্যা ৭টা থেকে শুরু খেলা, তার আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আইএফএ। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন সুরকার এবং গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়ের। নাচের অনুষ্ঠানও থাকছে। ময়দানের জন্য নীরবে কাজ করে চলা মানুষদের সংবর্ধনা জানাতে পারে আইএফএ।

ইস্টবেঙ্গল নামছে ৩০ জুন। বারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে তাদের। দুপুর ৩টে থেকে শুরু খেলা। মোহনবাগান নামছে ২ জুলাই। একই স্টেডিয়ামে দুপুর ৩টে থেকে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে খেলবে বাগান। এবারের বাড়তি উন্মাদনা কলকাতা ডার্বি ঘিরে। গত চার বছরে ইস্টবেঙ্গল ও মোহনবাগান কলকাতা লিগে একে অপরের বিরুদ্ধে খেলেনি। ১৩ জুলাই ডার্বি হবে। যদিও কোথায়, কখন খেলা শুরু হবে, তা জানানো হয়নি।

এক নজরে CFL-র সূচি

মোহনবাগান:

  • ভবানীপুর – ২ জুলাই
  • রেনবো – ৬ জুলাই
  • ইস্টবেঙ্গল – ১৩ জুলাই
  • পিয়ারলেস – ১৮ জুলাই
  • কলকাতা পুলিশ – ২৩ জুলাই

মহমেডান:

  • উয়াড়ি – ২৫ জুন
  • খিদিরপুর – ১ জুলাই
  • কালীঘাট – ৫ জুলাই
  • আর্মি রেড – ৯ জুলাই
  • সাদার্ন সমিতি – ১৪ জুলাই
  • ইউনাইটেড স্পোর্টস – ২০ জুলাই
  • পাঠচক্র – ২৫ জুলাই

ইস্টবেঙ্গল:

  • টালিগঞ্জ অগ্রগামী – ৩০ জুন
  • জর্জ টেলিগ্রাফ – ৭ জুলাই
  • মোহনবাগান –১৩ জুলাই
  • ক্যালকাটা কাস্টমস – ১৬ জুলাই
  • রেলওয়ে – ২২ জুলাই
  • পুলিশ অ্যাথলেটিক – ২৬ জুলাই
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen