বিনোদন বিভাগে ফিরে যান

মিমির ‘দুষ্টু কোকিল’ কতটা ‘তুফান’ তুলল?

June 23, 2024 | < 1 min read

মিমি চক্রবর্তী ও শাকিব খান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশের সিনেমায় অভিষেক ঘটেছে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিপরীতে আছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। সিনেমার নাম তুফান।

সিনেমার একটি আইটেম সং – ‘দুষ্টু কোকিল’। এই গানে মাতিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। শাকিব খান নিয়ে তার ভক্তদের মধ্যে উন্মাদনা ছিলই তার মধ্যে এই আইটেম সং ‘দুষ্টু কোকিল’ ব্যাপক সাড়া জাগিয়েছে।

এই গানটি গেয়েছেন কনা এবং আকাশ। কথা এবং সুর দিয়েছে আকাশ। তুফান সিনেম ায় সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর পাশাপাশি রয়েছেন বাংলাদেশের আরেক চরিত্র অভিনেতা চঞ্চল চৌধুরী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dushtu Kokil, #Toofan, #mimi chakraborty, #Shakib Khan

আরো দেখুন