Euro cup 2024: ড্র করে মানরক্ষা জার্মানির, শেষ মুহূর্তে হেরে বিদায় স্কটল্যান্ডের

অন্য গ্রুপের পরিস্থিতির উপরই নির্ভর করছে তাদের ভবিষ্যৎ। স্কটল্যান্ডের অবশ্য পুরোপুরি বিদায়।

June 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউরোর শেষ মুহূর্তের গোলে জিতল হাঙ্গেরি। তারা ১-০ হারাল স্কটল্যান্ডকে। ম্যাচে ১২ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়। আর এই অ্যাডেড টাইমের দশম মিনিটে কেভিন সিসোবোথের গোলে নাটকীয় জয় হাঙ্গেরির। হাঙ্গেরির তিন ম্যাচে তিন পয়েন্ট হল। নকআউটে ওঠার সুযোগ রয়েছে তাদেরও। অন্য গ্রুপের পরিস্থিতির উপরই নির্ভর করছে তাদের ভবিষ্যৎ। স্কটল্যান্ডের অবশ্য পুরোপুরি বিদায়।

অন্যদিকে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হার এড়াল আয়োজক দেশ জার্মানি। ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়। প্রথমার্ধে সুইৎজারল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন ড্যান এনডোয়ে। একস্ট্রা টাইমে গোল করেন জার্মানির পরিবর্ত হিসাবে নামা নিকলাস ফুলক্রুগ। ড্রয়ের ফলে গ্রুপ শীর্ষে জার্মানির ৩ ম্যাচে ৭ পয়েন্ট। সুইৎজারল্যান্ড তিন ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen