রাজধানী মাতাচ্ছে হুগলির বলাগড়ের আম

এবার জেলায় আমের ফলন কম ও কিছুটা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি হয়েছে।

June 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজধানী মাতাচ্ছে বাংলার আম। মুর্শিদাবাদ, মালদা ও নদীয়ার মতো বিখ্যাত আমের পাশাপাশি বলাগড়ের আমও দিল্লিবাসীদের মন জয় করেছে। ৩০ জুন পর্যন্ত দিল্লিতে চলা এই মেলায় ইতিমধ্যেই বলাগড় থেকে পাঠানো অর্ধেক আম বিক্রি হয়ে গেছে। এতে খুশি রাজ্য সরকারের উদ্যানপালন দপ্তর ও আম উৎপাদক।

আম উৎপাদক সুব্রত কর্মকার জানিয়েছেন, তাঁরা চারজন মিলে দুই ধরণের আম – হিমসাগর ও গোপালভোগ – নিয়ে দিল্লি গিয়েছিলেন। শনিবার রাত পর্যন্তই দু’টন আম বিক্রি হয়ে গেছে। বিদেশিরাও এই আমে মুগ্ধ হয়ে কিনে নিয়ে গেছেন।

জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিক শুভদীপ নাথ এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মালদহ ও মুর্শিদাবাদের আমের তুলনায় বলাগড়ের আমের বিক্রি বেশি হওয়া হুগলির জন্য গর্বের।

এবার জেলায় আমের ফলন কম ও কিছুটা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি হয়েছে। নতুন দিল্লিতে আম নিয়ে যাওয়ার জন্য কড়া শর্ত থাকায় অনেক বাধাও পেরিয়ে যেতে হয়েছে। তবুও বলাগড়ের আম দিল্লির ‘দিল’ জয় করেছে। এই সাফল্যে উৎসবের আমেজ হুগলির আম চাষিদের মাঝে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen