বিধানসভায় স্পিকারের কাছে শপথ নেওয়ার আর্জি জানিয়ে রাজভবনে চিঠি সায়ন্তিকার

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি বিধানসভার সদস্য, এখান থেকেই আমাকে কাজ করতে হবে।

June 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রার্থী হতেই নতুন উদ্যমে সায়ন্তিকা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছেই বিধায়ক পদে শপথ নিতে চান। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠালেন বরাহনগরের নবনির্বাচিত তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

সায়ন্তিকা বলেন ‘‘আমি জয়ী হওয়ার পর দু’সপ্তাহ কেটে গিয়েছে। আমার হাতে মাত্র দেড় বছর সময় রয়েছে বরাহনগরের মানুষের জন্য কাজ করে দেখানোর। অথচ, এখনও শপথ নিতে না পারায় বিধায়ক হিসেবে কাজ শুরু করতে পারছি না। তাই বাধ্য হয়েই আমি রাজ্যপালকে চিঠি লিখেছি।’

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি বিধানসভার সদস্য, এখান থেকেই আমাকে কাজ করতে হবে। তাই আমি চাই স্পিকার আমাকে শপথগ্রহণ করান। তাই আমি রাজ্যপালকে চিঠি লিখে সেই বিষয়ে উদ্যোগী হতে অনুরোধ করেছি।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen