কবে খুলবে অগ্নিকাণ্ডে বন্ধ অ্যাক্রোপলিস মল?‌  

সূত্রের খবর, দশ দিন পর আবার খুলবে মল। জানা গিয়েছে, ২৫ জুন থেকে ৬ -২১ তলা পর্যন্ত খুলে যাবে মলের সমস্ত অফিস এবং স্টোর।   

June 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
অ্যাক্রোপলিস মল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার ১৪ জুন সকালে কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী ছিল শহরবাসী। আতঙ্কে সিঁটিয়ে গিয়েছিলেন ওখানে কর্মরত বহু মানুষ। ফের কবে খুলবে অ্যাক্রোপলিস মল?‌ প্রশ্ন ছিল সকলেরই। এই নিয়ে শনিবার কলকাতা পুরসভায় একটি বৈঠক হয়। সূত্রের খবর, দশ দিন পর আবার খুলবে মল। জানা গিয়েছে, ২৫ জুন থেকে ৬ -২১ তলা পর্যন্ত খুলে যাবে মলের সমস্ত অফিস এবং স্টোর।   

এছাড়াও জানা গিয়েছে,  তৃতলে অগ্নিসংযোগের ঘটনায় সাময়িক বন্ধ থাকবে বাকি তলাগুলি। মেরামতির কাজ হবে সেখানে। ১৪ জুনের অগ্নিকাণ্ডের পর থেকেই বিচ্ছিন্ন ছিল মলের সমস্ত বৈদ্যুতিন পরিষেবা। তবে সোমবার শপিং মল কর্তৃপক্ষ সূত্রের খবর, নির্দিষ্ট তলার জন্য বৈদ্যুতিন পরিষেবা স্বাভাবিক হয়েছে। ফের মল খুলে যাওয়ার আগে লিফট সহ একাধিক বিষয় নিরীক্ষণ করা হয়েছে, পরিচ্ছন্ন করা হয়েছে গোটা এলাকা। সোমবার বিকেল ৫টার পর নির্দিষ্ট তলাগুলিতে থাকা কোম্পানিগুলিকে ডাকা হয়েছে।  

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen