দেশ বিভাগে ফিরে যান

কেরলের নাম বদলে হতে পারে ‘কেরলম’

June 25, 2024 | < 1 min read

ছবি সৌজন্যেঃ Wander On

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেরলের নাম বদলে হতে চলেছে ‘কেরলম’। নামবদলের এমনই প্রস্তাব সোমবার সর্বসম্মতিক্রমে অনুমোদিত হল কেরল বিধানসভায়। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই প্রস্তাব পেশ করেন। সেখানে সংবিধানে রাজ্যের নামবদলে কেরলম করার আর্জি কেন্দ্রের কাছে জানানো হয়েছে। ২০২৩ সালের আগস্টে বিধানসভায় একই প্রস্তাব গৃহীত হয়েছিল। কিন্তু টেকনিক্যাল কারণে তা ফের পেশ করতে হল। এখন কেন্দ্র অনুমোদন দিলেই নতুন নাম হবে দক্ষিণ ভারতের ওই রাজ্যের।

প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘পশ্চিমবঙ্গ’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল’ পাল্টে এ রাজ্যের নাম ‘বাংলা’ করার জন্য বিল পাশ করিয়েছিল বিধানসভায়। কিন্তু কেন্দ্রের ছাড়পত্র না মেলায় তা কার্যকর হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#kerala, #keralam, #kerala legislative assembly

আরো দেখুন