খেলা বিভাগে ফিরে যান

EURO 2024: পোল্যান্ডের সঙ্গে ড্র করে নকআউটে ফ্রান্স, ডাচদের হারিয়ে শীর্ষে অস্ট্রিয়া

June 26, 2024 | < 1 min read

অস্ট্রিয়া: ৩ (মালেন আত্মঘাতী, রোমানো, সবিৎজার)
নেদারল্যান্ডস: ২ (গাকপো, ডিপে)

ফ্রান্স: ১ (এমবাপে)
পোল্যান্ড: ১ (লেওনডস্কি)

দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: ইউরো কাপের গ্রুপ ডি-র জোড়া ম্যাচ রোমহর্ষক সমাপ্তি। যা বদলে দিল গোটা গ্রুপের সমীকরণ। নেদারল্যান্ডসকে হারিয়ে পরবর্তী পর্বে অস্ট্রিয়া। এই ম্যাচে গোলের বন্যা বইল বললেও বোধহয় ভুল হবে না। অঘটন ঘটিয়ে পরবর্তী পর্বে পৌঁছে গেল অস্ট্রিয়া। প্রথম পর্বেও ১ গোলে এগিয়েছিল তারা। দ্বিতীয় পর্বে নেদারল্যান্ড গোল শোধ করার চেষ্টা করেছিল ঠিকই কিন্তু আরও দুটি গোলের ব্যবধান এদিন বাড়িয়ে দেন অস্ট্রিয়ার রোমানো ও মার্সেল। ফলে ডাচ বাহিনীর হয়ে কোডি, ডিপে দুই গোলের ব্যবধান কমালেও ৩-২ ফলাফলে হারল তারা।

অন্যদিকে ইউরোয় গ্রুপ ডি-র ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল পোল্যান্ড। দ্বিতীয় পর্বে বেশ কয়েকটা সুযোগ পেয়েছিলেন কিলিয়ান এমবাপে। যদিও পোল্যান্ডের গোলকিপারের হাত এড়িয়ে বল জড়াতে পারেননি তিনি। শেষমেষ ডেমবেলেকে ফাউল করায় ৫৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় ফ্রান্স। গোলও করেন এমবাপে। ৭৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকেই সমতা ফেরান লেভেনডস্কি। ড্র দিয়ে এই ম্যাচ শেষ হলেও পরবর্তী পর্বে পৌঁছতে কোনও সমস্যা হল না ফ্রান্সের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Austria, #france, #netherlands, #Poland, #France vs Poland, #Euro Cup 2024, #Austria vs Netherlands

আরো দেখুন