আবার কামের ফাঁদে বিজেপি নেতা, ভাইরাল সাংসদের চ্যাট

এবার দলের অন্যতম সাংসদ জগন্নাথ সরকারের বিরূদ্ধে এক দলীয় নেত্রীকে অশালীন ইঙ্গিত করার অভিযোগ উঠল।

August 30, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

বঙ্গ বিজেপির বোধ হয় শনির দশা চলছে। একের পর এক ধাক্কা সামলাতে গিয়ে বেসামাল দল। এরবাগে দলের এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন দলেরই মহিলা কর্মী। এবার দলের অন্যতম সাংসদ জগন্নাথ সরকারের বিরূদ্ধে এক দলীয় নেত্রীকে অশালীন ইঙ্গিত করার অভিযোগ উঠল।

জানা গেছে এর আগেও বহুবার এই সাংসদের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু দল এ বিষয়ে বিশেষ মাথা ঘামায়নি। বিভিন্ন মহিলা কর্মীরা এই নেতার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেও, দল তাঁদের পাশে দাঁড়ায়নি।

কিন্তু এবার কেউ বা কারা দলকে বিপাকে ফেলে নেতার অশালীন ‘হোয়াটসআপ’ চ্যাট প্রকাশ করল সোশ্যাল মিডিয়ায়।

দেখুন সেই চ্যাট:

প্রশ্ন উঠছে দল নেতাদের ব্যাভিচারের খবর পেয়েও কেন এতদিন চুপ ছিল? তাহলে কি বিজেপি নিজেদের দলের ভাবমূর্তি বজায় রাখতে দিনের পর দিন নোংরামোকেও প্রশ্রয় দিয়ে যাচ্ছে!

পুনশ্চ: এই চ্যাটের সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen