স্বাধীনতা দিবসের আগে ১ কোটি ২২ লক্ষ মহিলার জন্য শৌচাগার তৈরি করবে রাজ্য সরকার

রাজ্যকে উন্মুক্ত শৌচ মুক্ত করার লক্ষ্যে আগেও গ্রামে গ্রামে শৌচাগার তৈরির কাজ করেছে তৃণমূল সরকার। তবে এবার ন্যায্য প্রাপক বেছে নেওয়া হবে ভিন্ন পদ্ধতিতে

June 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
—- প্রতীকী ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বাধীনতা দিবসের আগে পশ্চিমবঙ্গের ১ কোটি ২২ লক্ষ মহিলার জন্য টয়লেট বা শৌচাগারের বন্দোবস্ত নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। ‘মিশন মোড’-এ কাজ করে আগামী ১৫ আগস্টের মধ্যে এই লক্ষ্যে পৌঁছনোর সিদ্ধান্ত হয়েছে। এই মর্মে চিঠিও পৌঁছে গিয়েছে প্রতিটি জেলা এবং জিটিএর প্রধান সচিবের কাছে। প্রত্যেক উপভোক্তাকে শৌচাগার তৈরির জন্য দেওয়া হবে ১২ হাজার টাকা।

রাজ্যকে উন্মুক্ত শৌচ মুক্ত করার লক্ষ্যে আগেও গ্রামে গ্রামে শৌচাগার তৈরির কাজ করেছে তৃণমূল সরকার। তবে এবার ন্যায্য প্রাপক বেছে নেওয়া হবে ভিন্ন পদ্ধতিতে। মহিলাদের সমস্যা মহিলারাই বেশি ভালো বোঝেন। তাই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীদের মাধ্যমে উপভোক্তা বেছে নেওয়ার কাজ হবে। রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছেন, মহিলাদের সম্ভ্রম এবং সুস্বাস্থ্যের জন্য উন্মুক্ত শৌচকর্ম বিপজ্জনক। পশ্চিমবঙ্গ ইতিমধ্যে উন্মুক্ত শৌচ মুক্ত রাজ্য হিসেবে ঘোষিত হলেও প্রতি বছরই বাড়ছে জনসংখ্যা। তৈরি হচ্ছে নয়া বাসস্থান। পাল্লা দিয়ে বাড়ছে শৌচাগারের প্রয়োজনীয়তা। তিনি আরও বলেন, ‘স্বাধীনতা দিবসকে সামনে রেখে এমন পদক্ষেপ এর আগে নেওয়া হয়নি। তার থেকেও বড় কথা, এবার ‘টুইন পিট’ শৌচালয় তৈরি হবে। ফলে জমা জলের কারণে মশাবাহিত রোগের কোপেও পড়তে হবে না।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen