BREAKING জমি কেলেঙ্কারির মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জামিন দিল ঝাড়খণ্ড হাইকোর্ট
গত ৩১ জানুয়ারি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গ্রেপ্তার করে তাঁকে।
June 28, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, শুক্রবার জমি কেলেঙ্কারির মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট। গত ৩১ জানুয়ারি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গ্রেপ্তার করে তাঁকে। রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি। বৃহস্পতিবার রাঁচির এক বিশেষ পিএমএলএ আদালত, হেমন্ত সোরেনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছিল। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঁচির বিশেষ আদালতে হাজির করা হয়েছিল হেমন্ত সোরেন-সহ ১১ জন অভিযুক্তকে। আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। পরবর্তী শুনানি হবে ১১ জুলাই। তার আগে হেমন্ত সোরেনকে জামিন দিল ঝাড়খণ্ড হাইকোর্ট।