Copa America 2024: পেরুকে জোড়া গোলে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

এদিনের ম্যাচে তিন ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন আর্জেন্টিনা। অন্যদিকে হারের পর কোপা থেকে বিদায় নিল পেরু।

June 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Getty Images এএফপি

আর্জেন্টিনা-২ পেরু-০
(লাউতারো মার্টিনেজ ৪৭’, ৮৬’)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোপা আমেরিকায় গ্রুপের শেষ ম্যাচেও জয় পেল আর্জেন্টিনা। নিয়মরক্ষার ম্যাচে লিয়োনেল মেসিহীন আর্জেন্টিনা ২-০ ব্যবধানে হারাল পেরুকে।

প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে জোড়া গোল করেন লাউতারো মার্তিনেজ। চোটের জন্য এদিনের ম্যাচে খেলতে পারেননি মেসি।। প্রথম দু’ম্যাচেও গোল পাননি আর্জেন্টিনার অধিনায়ক। তা সত্ত্বেও লা অ্যালবিসলেস্তের জয়ের হ্যাটট্রিক থেমে থাকেনি।

ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিটে আর্জেন্টিনার আক্রমণ রুখে দিয়েছিল পেরু। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন মার্টিনেজ। ডিফেন্সের ফাঁক গলে তাঁকে বল পাস করেন ডি’মারিয়া। জালে বল জড়াতে ভুল করেননি লাউতারো। ৪৭ মিনিটে গোল খেয়েও ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা চালিয়ে যায় পেরু। ৮৬ মিনিটে ফের পেরুর যাবতীয় চেষ্টা ব্যর্থ করে মার্টিনেজের গোল।

এদিনের ম্যাচে তিন ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন আর্জেন্টিনা। অন্যদিকে হারের পর কোপা থেকে বিদায় নিল পেরু।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen