CFL 2024: টালিগঞ্জকে সাত গোল দিয়ে লিগ অভিযান শুরু লাল হলুদের
একদা কলকাতা ময়দানের অন্যতম বড় দলকে গোলের মালা পড়াল ইস্টবেঙ্গল। ৭-১ গোলে জয় ছিনিয়ে নিল লাল হলুদ।

ইস্টবেঙ্গল: ৭
টালিগঞ্জ: ১
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বড় জয় দিয়েই কলকাতা লিগ অভিযান শুরু করল লাল হলুদ শিবির। রবিবার লিগের প্রথম ম্যাচে ব্যারাকপুর স্টেডিয়ামে লাল হলুদের প্রতিপক্ষ ছিল টালিগঞ্জ অগ্রগামী। একদা কলকাতা ময়দানের অন্যতম বড় দলকে গোলের মালা পড়াল ইস্টবেঙ্গল। ৭-১ গোলে জয় ছিনিয়ে নিল লাল হলুদ।
রবিবাসরীয় বৃষ্টি ভেজা মেঘলা দুপুরের ম্যাচে শুরু থেকে শেষ শুধুই লাল হলুদ জার্সিধারীদের দাপট। তাতে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল সমর্থকরা। প্রথমার্ধেই দুগোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। গোল করেন শ্যামল বেসরা আর আমন সিকে।
দ্বিতীয়ার্ধে জোড়া গোল করলেন জেসিন। তার পর গোল দেন সুব্রত। আর শেষ গোলটি করলেন সায়ন। টালিগঞ্জের হয়ে একটি গোল শোধ করলেন সঞ্জয় শর্মা।