EURO CUP: কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, দিয়েগোর হাত ধরে শেষ আটে পর্তুগাল
ফ্রান্স-১
বেলজিয়াম-০
পর্তুগাল ০
স্লোভেনিয়া ০
(টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জয়ী পর্তুগাল)
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। হাড্ডাহাড্ডি ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে দিল ১-০ গোলে। প্রথমার্ধে কোনও গোল হয়নি। ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট করার খেসারত দিলেন ডি ব্রুইনা-লুকাকুরা। ম্যাচের ৮৫ মিনিটে জান ভেনটোরগেনের আত্মঘাতী গোল বেলজিয়ামের সব স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। শেষবেলায় আক্রমণে ঝড় তুলেও আর তারা ম্যাচে ফিরতে পারেনি। দুর্দান্ত কিছু সেভে ফ্রান্সকে বেশ কয়েকবার নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা করেন গোলরক্ষক মাইগনান।
অপরদিকে পেনাল্টি মিস্ করে কাঁদলেন। টাইব্রেকারে গোল করে ক্ষমা চেয়ে নিলেন। সোমবার ফ্রাঙ্কফুর্টে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কান্না-হাসির রাতে পর্তুগালের সম্মান বাঁচালেন গোলকিপার দিয়োগো কোস্তা। টাইব্রেকারে তাঁর ৩টি সেভ কোয়ার্টার ফাইনালে তুলে দিল পর্তুগালকে। নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। টাইব্রেকারে পর্তুগাল জিতল ৩-০ ব্যবধানে। রোনাল্ডো ছাড়াও টাইব্রেকারে গোল করেন ব্রুনো ফের্নান্দেস ও বের্নার্দো সিলভা।