কলকাতা বিভাগে ফিরে যান

কুমোরটুলিতে দুর্গাপুজোর প্রস্তুতি: জোরকদমে চলছে প্রতিমা তৈরির কাজ

July 2, 2024 | < 1 min read

কুমোরটুলিতে দুর্গাপুজোর প্রস্তুতি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিউলি, কাশ ফুল এখনও না ফুটলেও, কুমোরটুলিতে দুর্গা প্রতিমার কাজ চলছে জোরকদমে। হাতে গুনে হিসেব করলে দেখা যাবে বাঙালির প্রিয় উৎসব আসতে বাকি আর মাত্র ১০০ দিন। আর এই আবহেই কুমোরটুলিতে শুরু হয়েছে ব্যস্ততা। রবীন্দ্র সরণি, কুমোরটুলি স্ট্রিট থেকে বনমালি সরকার স্ট্রিট, পটুয়াপাড়ার বিস্তীর্ণ এলাকার বিভিন্ন শিল্পীর ঘরে জোরকদমে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ।

অনেক শিল্পীই প্রতিমা তৈরির শেষ পর্যায়ে। রং, কাপড় ও সাজগোছের কাজ চলছে। কিছু শিল্পী রথের দিনই প্রতিমার বায়না পেয়েছেন, তাদের কাজ এখনও শুরুর দিকে। অনেকে নতুন বায়না পাচ্ছেন এবং খড় বাঁধা ও মাটি লেপার কাজ শুরু করছেন। শোলার বিশেষ অলঙ্কার তৈরির কাজও চলছে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার অনেক শিল্পীই সীসামুক্ত রঙ ব্যবহার করছেন।

শিল্পীরা মনে করছেন রঙের বিষয়ে সচেতনতা না বাড়ালে ঘিঞ্জি এলাকায় থাকা শিল্পীদের সমস্যায় পড়তে হবে। তাই এবার অনেক শিল্পীই সীসামুক্ত রঙ ব্যবহার করছেন। তাঁরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে সময়মতো এবং সুন্দরভাবে দুর্গা প্রতিমা তৈরি করে উঠতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga puja, #potter, #Durga Idol, #Kolkata, #Kumortuli

আরো দেখুন