রাজ্য বিভাগে ফিরে যান

বোসের দিন শেষ! পুজোর আগেই নয়া রাজ্যপাল পাবে বাংলা?

July 3, 2024 | < 1 min read

বোসের দিন শেষ!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যভবনের অস্থায়ী কর্মীর শ্লীলতাহানি হোক বা উপাচার্য নিয়োগ, এমনকি নব নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণে বেনজির কাল বিলম্ব! বারবার বিতর্কে জড়াচ্ছেন রাজ্যপাল। রাজ্য সরকার এবং এ রাজ্যের শাসক দলের সঙ্গে তাঁর সংঘাতের কথা নতুন কিছু নয়। জোর জল্পনা চলছে, রাজ্যপালের পদ থেকে বোসকে সরিয়ে দিতে পারে দিল্লি?

কেবল তৃণমূল নয়, রাজ্যপালকে নিয়ে নাকি বঙ্গ বিজেপির একাংশও আসন্তুষ্ট। নতুন কাউকে ওই পদে চাইছেন বঙ্গ বিজেপির ক্ষমতাশীল গোষ্ঠী। সূত্রের খবর, বঙ্গ বিজেপির এক প্রভাবশালী নেতা নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দরবার করে এসেছেন। রাজ্যপালের অতিসক্রিয়তার ফল ভাল হচ্ছে না। তাঁর বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগে গেরুয়া শিবির অস্বস্তিতে পড়েছে।

ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যপাল বোসের বিষয়ে শীঘ্রই কোনও সিদ্ধান্ত নিতে পারে দিল্লি। আজ, ৩ জুলাই সংসদের অধিবেশন শেষ হবে। এরপর রাজ্যপাল বদলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #governor, #Dr CV Ananda Bose, #Durga pujo 2024, #West Bengal

আরো দেখুন