রাজ্যসভায় মোদীর ভাষণের মধ্যেই Walk out ইন্ডিয়া জোটের সঙ্গে রইল প্রাক্তন NDA শরিক BJD
শক্তিশালী বিরোধী পক্ষের উপস্থিতি এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন মোদী।
July 3, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শক্তিশালী বিরোধী পক্ষের উপস্থিতি এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন মোদী। লোকসভায় রাহুল, মহুয়া, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা রীতিমতো ভাষণের ঝাঁঝে নিশানা করেছেন মোদীকে। বক্তব্য রাখতে রাখতে বারবার জল খেতে হয়েছে মোদীকে। একইভাবে আজ রাজ্যসভায় ভাষণের সময়তেও কোণঠাসা হয়ে পড়েন মোদী। ইন্ডিয়া জোটের সাংসদরা সরব হন। প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন ওয়াক আউট করেন ইন্ডিয়া জোটের সাংসদেরা। তাঁদের সঙ্গে সামিল হন একদা এনডিএ শরিক বিজেডির সাংসদেরাও।