দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভায় ব্যক্তি আক্রমণের শিকার বিরোধীরা! ধনখড়ের বিরুদ্ধে নালিশের পথে ইন্ডিয়া জোট?

July 4, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গের রাজ্যপাল থাকাকালীন একাধিকবার জগদীপ ধনখড়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছিল। রাজভবনকে তিনি রীতিমতো পদ্ম পার্টির অফিস বানিয়ে ফেলেছিলেন বলে তোপ দেগেছেন বাংলার শাসক দলের নেতারা। পুরস্কার স্বরূপ উপ রাষ্ট্রপতির কুরসি জোটে ধনখড়ের। দেশের উপ রাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। রাজ্যসভার অধিবেশনেও বিজেপিকে বাড়তি সুবিধা দেওয়া অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এবার তিনি দেশের বিরোধী সাংসদদের ব্যক্তি আক্রমণ করতে শুরু করেছেন।

শুক্রবার রাজ্যসভার অধিবেশন চলাকালীন জগদীপ ধনখড় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষকে উদ্দেশ্য করে বলেন, “আপনি তো প্রত্যেক সপ্তাহে কলাম লেখেন, আপনি কি বিভ্রান্তি তৈরি করতে এখানে এসেছেন?” কংগ্রেসের পি চিদাম্বরম থেকে শুরু করে তৃণমূলের সাকেত গোখলে, জগদীপ ধনখড়ের ব্যক্তি আক্রমণের শিকার হচ্ছেন একের পর এক বিরোধী সাংসদ। সাংবিধানিক পদে বসেও কার্যত বিজেপির হয়েই ব্যাট করছেন তিনি। রাজ্যসভার রুল বুকের ২৩৮ (২) ধারা বলছে কোনও সদস্য অন্য কোনও সদস্যকে ব্যক্তি আক্রমণ করতে পারেন না। কিন্তু চেয়ারম্যান এমনটা করছেন কী করে? প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে, ইন্ডিয়া জোটের রাজ্যসভার সাংসদেরা ধনখড়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Rajya Sabha, #tmc, #politics, #Trinamool Congress, #Sagarika Ghose

আরো দেখুন