রাজ্যসভায় সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল, কক্ষের চেয়ারম্যানকে চিঠি সাগরিকার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ চলাকালীন উত্তাল হয়েছিল লোকসভা। বুধবার মোদীর ভাষণ চলাকালীন উত্তাল হল রাজ্যসভা। এদিন রাজ্যসভায় আগাগোড়া বিরোধীদের আক্রমণ করে যান মোদী। এদিন রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে জবাবি বক্তব্যে তাঁর মুখে শোনা গেল চোপড়ার প্রসঙ্গও। প্রধানমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গের একটি ভিডিয়ো আমি দেখেছি। সেই নিয়ে কোনও বিরোধী সাংসদের মুখে কোনও কথা শোনা গেল না। মহিলাদের উপর হওয়া নির্যাতন নিয়ে বিরোধীদের এই আচরণ নিন্দনীয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে কী ভাবে একজন মহিলাকে মারধর করা হয়েছে। সন্দেশখালির ঘটনাও আমরা ভুলিনি। তবে সংসদের বরিষ্ঠ সাংসদদের মুখে কুলুপ। কারও কথায় মহিলাদের জন্য যন্ত্রণা অনুভব করতে দেখা গেল না। যারা নিজেদের প্রগতিশীল নেত্রী বলে উল্লেখ করেন তাঁরাও পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলের সঙ্গে গাঁটছড়া থাকায় টুঁ শব্দ করেননি। বেছে বেছে রাজনীতি করছেন তাঁরা।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখে প্রধামমন্ত্রীর বক্তব্য নিয়ে দলের ক্ষোভ ব্যক্ত করেছেন। চিঠিতে সাগরিকা লিখেছেন, মাননীয় প্রধানমত্রী জানতে চাইছেন সন্দেশখালি নিয়ে সংসদের বরিষ্ঠ সাংসদদের মুখে কুলুপ কেন? কারণ, সন্দেশখালির গোটা ঘটনাটাই একটি ষড়যন্ত্র। যা বিজেপি’র তৈরি। নিরিহ মহিলাদের দিয়ে ধর্ষনের ভুয়া অভিযোগ করানো হয়েছিল। সত্যঘটনাটি বিভিন্ন ডিজিটাল সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল। যেখানে বলা হয়েছে বিজেপি কী ভাবে এই ষড়যন্ত্র রচনা করেছিল। তাই আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, সংসদীয় পদে থেকে এই ধরনের ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। পাশাপাশি আমার অনুরোধ প্রধানমন্ত্রীর জবাবি ভাষণের এই অংশ বাদ দেওয়া হোক।
বিস্তারিত আসছে