জয় শাহ, রাজীব শুক্লারাই বিশ্বকাপ জিতেছেন! ছবি প্রকাশ্যে আসতেই কটূক্তি সমাজমাধ্যমে

মুম্বইয়ে পুরুষদের T-২০ বিসহোকাপজয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে বিরাট খালি, রোহিত শর্মাদের পাশে বসে পড়লেন BCCI-সচব এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ।

July 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুম্বইয়ে পুরুষদের T-২০ বিশ্বকাপজয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে বিরাট কোহলি, রোহিত শর্মাদের পাশে বসে পড়লেন BCCI-সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। সঙ্গে BCCI -এর সহ সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব শুক্লা । সমাজমাধ্যমে এই ছবি প্রকাশ্যে আসতেই উঠল নিন্দার ঢেউ।

সমাজ মাধ্যমে কৌতুকটি করা হচ্ছে, যা দেখে মনে হচ্ছে আসলে বিশ্বকাপ জিতেছেন জয় শাহ এবং রাজীব শুক্লারাই, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ভারতীয় দল শুধুই নিমিত্তমাত্র।

কেউ কেউ আবার সমাজমাধ্যমে এও বলছেন, বিশ্বের কোথাও কর্মকর্তাদের সংবর্ধনার সময় জয়ী দলের সঙ্গে বসতে দেওয়া হয় না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন