← রাজ্য বিভাগে ফিরে যান
১০ জুলাই কেন ছুটি ঘোষণা করল রাজ্য?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ১০ জুলাই ছুটির দিন ঘোষণা করল রাজ্য সরকার। এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। ১০ জুলাই মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা; রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে। কাজের দিন হলেও, মানুষ যাতে ভোট দিতে যেতে পারে; তাই বিশেষ ছুটি দিয়েছে রাজ্য সরকার।
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ওই চার বিধানসভা কেন্দ্রের অধীনে সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ ছুটি থাকবে। যাঁরা বেসরকারি চাকরি করেন, তাঁরা সবেতন ছুটি নিয়ে ভোট দিতে যেতে পারেন। এছাড়াও নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মীরা পরদিনের জন্য বিশেষ ছুটি নিতে পারবেন বলেও জানিয়েছে নবান্ন।