আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ঋষি সুনকদের ভরাডুবি, সংখ্যাগরিষ্ঠতা ছুঁয়ে ফেলল লেবার পার্টি

July 5, 2024 | < 1 min read

সংখ্যাগরিষ্ঠতা ছুঁয়ে ফেলল লেবার পার্টি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডাউনিং স্ট্রিটের গদি হারাতে চলেছেন ঋষি সুনক। ১৪ বছর পর ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ক্ষমতাচ্যুত হতে চলেছে । ২০ মাস আগেই ঋষি সুনক ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। কিন্তু এবার ক্ষমতা দখলের পথে লেবার পার্টি।

উল্লেখ্য, ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ অর্থাৎ হাউজ অফ কমনসে মোট আসন সংখ্যা ৬৫০। সরকার গঠন করতে প্রয়োজন ৩২৬টি আসন। শেষ পাওয়া খবর অনুযায়ী, কিয়ের স্টার্মারের দল লেবার পার্টি ৩৮১ আসনে এগিয়ে রয়েছে বা জয়ী হয়েছে। অন্যদিকে, কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে ৯২ আসনে, এখনও পর্যন্ত ৫৭৩ আসনের প্রবণতা সামনে এসেছে। নর্থ ইয়র্কশায়ারের রিচমন্ড এবং নর্থঅ্যালার্টন আসন থেকে জয়ী হয়েছেন ঋষি সুনক। তিনি জানান, নির্বাচনে লেবার পার্টি জয়ী হয়েছে। আরও বলেন, তিনি ক্ষমাপ্রার্থী। এই হারের পুরো দায়িত্ব তিনি নিচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন