রাজ্য বিভাগে ফিরে যান

বাগদায় বিজেপি প্রার্থী পরিবর্তনের দাবি

July 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাগদা বিধানসভার উপ নির্বাচনে নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদারের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে মিছিল হল বাগদার হেলেঞ্চা এলাকায়। মিছিলে প্রার্থী নিজেও ছিলেন। বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মী, সমর্থকদের মিছিলে হাঁটতে দেখা গিয়েছে। এ দিনের কর্মসূচি থেকে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা দলের জেলা ও রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে দাবি করেন, বাগদার বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের পরিবর্তে নির্দল প্রার্থী সত্যজিৎকে সমর্থন করতে হবে।

এবিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘ওসব পাগলের প্রলাপ, এর কোনও উত্তর দেব না।’ এদিকে বাগদা উপ নির্বাচন ঘোষণা হতেই বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। বাগদার কাউকে প্রার্থী চেয়ে সরব হয়েছিলেন বিজেপি কর্মীরা। কিন্তু বহিরাগতকে প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। দলেরই একাংশের কর্মী সমর্থকরা দলের এক সমর্থককেই নির্দল হিসেবে প্রার্থী করেন। এদিন নির্দল সমর্থকদের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দেখা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#independent candidate, #bagda, #Satyajit majumdar, #West Bengal, #bjp, #By Election

আরো দেখুন