দেশ বিভাগে ফিরে যান

২৮শে আগস্টের ভার্চুয়াল সমাবেশের আগে ব্লক করা হয়েছে সমর্থকদের প্রোফাইল, গুরুতর অভিযোগ তৃণমূলের

August 31, 2020 | < 1 min read

২৮শে আগস্ট। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই বছর করোনার আবহে জনসমাবেশের বদলে হয়েছিল ভার্চুয়াল সমাবেশ। কিন্তু এই সমাবেশকে ঘিরেই গুরুতর অভিযোগ তৃণমূলের। সমাবেশের আগে নাকি দলের সমর্থকদের প্রোফাইল শয়ে শয়ে ব্লক করেছিল ফেসবুক।

আজ একটি সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ দলের। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের দাবি, বিজেপি এবং ফেসবুকের যোগসাজশ নিয়ে সংসদেও সোচ্চার হয়েছিল দল। গত বছর রাজ্যসভায় ফেসবুক-বিজেপি আঁতাতের কথা তোলা হয়েছিল। লোকসভা নির্বাচনে বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়েছে ফেসবুক, দাবি তৃণমূলের।

তৃণমূলের দাবি, এই বিষয়টি উত্থাপন করার পর ভারতীয় সংবাদমাধ্যম বিজেপি-ফেসবুক আঁতাত নিয়ে কোনও খবর করেনি। এত মাস পর বিদেশী সংবাদমাধ্যম ফাঁস করেছে ফেসবুকের অন্দরের খবর। দলের অবস্থান যে সঠিক ছিল, তা আবারও প্রমাণিত, দাবি সাংসদের।

তার কথায়, আগামী ৬ মাসের মধ্যে বাংলায় নির্বাচন। তার আগে ফেসবুকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। সেই প্রেক্ষিতেই ফেসবুককে চিঠি দিয়েছে দল। তৃণমূলের সওয়াল, সংস্থা যেন সমুচিত পদক্ষেপ নেয়। পাশাপাশি, সমর্থকদের প্রোফাইল আনব্লক করার দাবিও জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Facebook

আরো দেখুন