← খেলা বিভাগে ফিরে যান
ইউরোতে বিদায় রোনাল্ডোর? শেষ ম্যাচ কি খেলে ফেললেন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কুড়ি বছর ধরে ইউরো কাপকে মাতিয়ে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১২ জুন, ২০০৪- ৬ জুলাই, ২০২৪। ফিগোর পাশে ১৭ নম্বর জার্সি থেকে ৭ নম্বর জার্সিকে নিজের নামে পরিচিত করে তোলা। অসংখ্য রেকর্ডের অধিকারী। সবচেয়ে বেশি ৬ বার ইউরো খেলার নজির। ১৪টা গোল, ৮টা অ্যাসিস্ট। রেকর্ডের অপর নাম রোনাল্ডো। রেকর্ডের বাইরেও আছে আরেক রোনাল্ডোর নাম।
২০১৬ ইউরো জয়ী পর্তুগাল। ট্রফি হাতে অধিনায়ক রোনাল্ডো। পরের বারও ইউরো কাপ খেলবে পর্তুগাল। কিন্তু রোনাল্ডো থাকবেন প্রাক্তন হয়ে।
পর্তুগালের হয়ে ইউরো কাপে ফ্রান্সের বিরুদ্ধে আজই শেষ ম্যাচ খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।