শেষ ব্রাজিলের কোপা সফর, সেমিফাইনালে উরুগুয়ে

আক্রমণ করে গোল করার বদলে, রক্ষণ মজবুত করতেই বেশি মনোযোগী ছিল দুই দলকে।

July 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
শেষ ব্রাজিলের কোপা সফর, সেমিফাইনালে উরুগুয়ে। ছবি সৌজন্যে: Copa América

স্কোর:
ব্রাজিল- ০(২)
উরুগুয়ে- ০(৪)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অপরাজেয় উরুগুয়ে পৌঁছে গেল সেমিফাইনালে, অন্যদিকে কোপার দৌড় শেষ হল ব্রাজিলের। নির্ধারিত সময়ের শেষে ফলাফল শূন্য হওয়ায়, খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। চলতি কোপায় এক্সট্রা টাইমের নিয়ম নেই। সেখানেই পরাজিত হয়ে কোপা থেকে ছিটকে গেলেন ভিনিয়াস জুনিয়ররা।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল কোপা। উরুগুয়ে চলতি কোপায় একটাও ম্যাচ হারেনি। কোপাতে ব্রাজিল জিতেছে মাত্র একটি ম‌্যাচে। ড্র করেছে দু’টিতে।

কোয়ার্টার ফাইনালে প্রথম থেকেই মাঠে ছিলেন তরুণ এনড্রিক। রাফিনহার, এনড্রিকেরা সুযোগ পেলেও গোলের মুখ খুলতে পারেননি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দু’দলই গোলের জন্য মরিয়া ছিল। কিন্তু আক্রমণ করে গোল করার বদলে, রক্ষণ মজবুত করতেই বেশি মনোযোগী ছিল দুই দলকে। ৭২ মিনিটে লাল কার্ড দেখেন উরুগুয়ের নাহিতান নান্দেজ। ১০ জনের উরুগুয়েকে পেয়েও গোল করতে পারেনি ব্রাজিল।

অন্যদিকে, আরেক কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে হারিয়ে সেমিতে পৌঁছেছে কলম্বিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen