১০ জুলাই থেকে শুরু রাজ্য জয়েন্টের অনলাইন কাউন্সেলিং, কতদিন চলবে তা?

মেধাতালিকা অনুযায়ী রাজ্যের সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি নেওয়া হবে।

July 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
১০ জুলাই থেকে শুরু রাজ্য জয়েন্টের অনলাইন কাউন্সেলিং। প্রতীকী ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। প্রসঙ্গত, পরীক্ষা হয়েছিল এপ্রিলে, জুনের শুরুর দিকে ফলাফল প্রকাশিত হয়। শনিবার নেতাজি ইন্ডোরে অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনসের এক অনুষ্ঠানে জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ১০ জুলাই থেকে শুরু হবে অনলাইন কাউন্সেলিং। ৫ আগস্ট পর্যন্ত তা চলবে। মেধাতালিকা অনুযায়ী রাজ্যের সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি নেওয়া হবে। রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে মোট আসন সংখ্যা ৩৫ হাজার।

রাজ্যের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৯টি রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫৬টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ মোট ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। মোট ৬০ টি শাখায় পড়ার সুযোগ রয়েছে।

অনলাইন কাউন্সেলিংয়ে অংশ নিতে মেধাতালিকায় থাকা পরীক্ষার্থীদের আগে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। তারপরই কাউন্সেলিংয়ে যোগ দেওয়া যাবে। যাদের নাম মেধাতালিকায় রয়েছে, তারাই কেবল অংশ নিতে পারবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen