খাদ্যদপ্তরে গিয়ে ফর্ম জমা দেওয়ার দিন শেষ! রেশন গ্রাহকদের জন্য সেলফ সার্ভিস ব্যবস্থা চালু রাজ্যের

খাদ্যদপ্তরে গিয়ে ফর্ম জমা দেওয়ার দিন শেষ!

July 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ষোলো দফা দাবির মধ্যে অন্যতম হল ডিলারদের আয়বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খাদ্যদপ্তরে গিয়ে ফর্ম জমা দেওয়ার দিন শেষ! বাংলার রেশন গ্রাহকদের জন্য সেলফ সার্ভিস ব্যবস্থা কার্যকর করল রাজ্য সরকারের খাদ্যদপ্তর। এবার থেকে রেশন গ্রাহকেরাই খাদ্যদপ্তরের পোর্টালের মাধ্যমে ফর্ম পূরণ করে যাবতীয় তথ্য জমা দিতে পারবেন। শুক্রবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, সাধারণ মানুষকে কষ্ট থেকে রেহাই দিতেই এবার সেলফ সার্ভিস ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

সেলফ সার্ভিসের মাধ্যমে ৫ নম্বর ফর্মে নাম, বয়স, ঠিকানা সংশোধন করা যাবে। ৭ লক্ষ ৪৩ হাজার ৮৬৭ জন মানুষ ইতিমধ্যেই সেলফ সার্ভিস ব্যবস্থা মারফত ৫ নম্বর ফর্ম জমা দিয়েছেন। সেলফ সার্ভিসের মাধ্যমে রেশন দোকান বদল, রেশন কার্ড সারেন্ডার করা, রেশন কার্ড কনভারশন, ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক-সহ নানান বিষয়ে ফর্ম জমা আরম্ভ হয়েছে। খাদ্য দপ্তরের দাবি, সেলফ সার্ভিসের মাধ্যমে সব মিলিয়ে ১১ লক্ষ ৮৮ হাজার ৯৮০ জন উপকৃত হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen