দেশ বিভাগে ফিরে যান

স্তব্ধ লোকাল ট্রেন, বাতিল বিমান, ভাসছে গাড়ি! প্রবল বর্ষণে জলের তলায় মুম্বই

July 9, 2024 | < 1 min read

ছবি সৌজন্যেঃ PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খেলনা গাড়ির মতো ভাসছে গাড়ি, থমকে রয়েছে মুম্বইয়ের লাইফ লাইন লোকাল ট্রেন! এক বুক জল পেরিয়ে রাস্তা পারাপার চলছে বাণিজ্যনগরীতে। অধিকাংশ এলাকাই জলের তলায়। ভারী বৃষ্টির জেরে সোমবার মুম্বই ও আশপাশের এলাকায় দশা এমনই। মধ্যরাত থেকে সকাল সাতটা পর্যন্ত এক নাগাড়ে ৬ ঘণ্টা বৃষ্টির জেরে রাস্তাঘাটের পাশাপাশি নিচু এলাকাগুলিও জলের তলায়। মুম্বইয়ের লাইফ লাইন লোকাল ট্রেন পরিষেবা স্তব্ধ। বাতিল হয়েছে ৫০টি বিমান। মহারাষ্ট্র সরকার মুম্বই, রত্নগিরি ও সিন্ধুদুর্গ জেলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। পূর্ব মুম্বইয়ের গোবন্দিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। পোওয়াই, মালপা ডোংরিও জলমগ্ন।

শহর ও শহরতলির প্রায় ৪০টি বাসরুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। থানে ও দক্ষিণ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের মাঝে ট্রেন পরিষেবাও কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। হাওড়া-মুম্বই মেলে বিধানসভার অধিবেশনে যোগ দিতে আসছিলেন মহারাষ্ট্রের ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী অনিল পাতিল। দাদর এবং কুরলা স্টেশনের মাঝে ঘণ্টা দুয়েক আটকে পড়েন তিনি। ট্রেন থেকে নেমে রেললাইন দিয়ে হেঁটে নিকটবর্তী থানায় পৌঁছন। থানেতে জলে ধুয়ে সাফ হয়ে গিয়েছে একটি ব্রিজ। থানে জেলায় কমপক্ষে ২৭৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। জলের তোড়ে ভেসে গেছে প্রায় ২০টি গাড়ি। মুম্বইয়ের রায়গড় হিল ফোর্টে আটকে পড়া পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মুম্বইয়ের কুরলা, ঘাটকোপার-সহ মহারাষ্ট্রের অন্যান্য এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mumbai, #heavy rainfall, #Floods, #flights

আরো দেখুন