পুরীর রথ থেকে পড়ে গেলেন বলভদ্র দেব, আহত ৭ সেবায়েত
বড়সড় দুর্ঘটনা ঘটল পুরীর রথযাত্রায়।
July 9, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বড়সড় দুর্ঘটনা ঘটল পুরীর রথযাত্রায়। রথ থেকে নামানোর সময় পড়ে যায় বলভদ্রের মূর্তি, চাপা পড়ে আহত হন সাত সেবায়েত। তাঁদের পুরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গুন্ডিচা মন্দিরে জগন্নাথ, বলভন্দ্র এবং সুভদ্রার পাহান্ডি চলছিল, অর্থাৎ মূর্তিগুলিকে রথ থেকে নামিয়ে মণ্ডপে প্রতিষ্ঠা করা হচ্ছিল। বলভদ্রের মূর্তি মণ্ডপে প্রতিষ্ঠা করার জন্য নিয়ে যাচ্ছিলেন সেবায়েতরা। তখন ঝুঁকে পড়ে মূর্তিটি, সেবায়েতরা নিয়ন্ত্রণ হারান। মূর্তির নিচে চাপা পড়ে আহত হন অন্তত সাত সেবায়েত। এমনটা কখনও হয়েছে বলে মনে করতে পারছেন না কেউ। এ কোন অশনিসংকেত! উদ্বিঘ্ন সেবায়েতরা।