ডাক বিভাগের নাম করে প্রতারকরা হংকং থেকে পাঠাচ্ছে মেসেজ

সাধারণত এমন মেসেজ পাঠায় ভারতীয় ডাক বিভাগ। ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে জালিয়াতির ফাঁদ পাতছে সাইবার প্রতারকরা

July 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ডাক বিভাগের নাম করে প্রতারকরা হংকং থেকে পাঠাচ্ছে মেসেজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মেসেজে প্রেরকের নাম লেখা, ‘ইন্ডিয়া পোস্ট’। ভারতীয় ডাক বিভাগের লোগোও তাতে আছে। নীচে লেখা, ‘আপনার নামে যে পার্সেলটি পাঠানো হয়েছিল, আপনি বাড়িতে না থাকায় সেটি ফেরত চলে গিয়েছে। কোন দিন, কোন সময় বাড়িতে থাকবেন জানাতে এই লিঙ্কে ক্লিক করে ফর্ম পূরণ করুন।’

সাধারণত এমন মেসেজ পাঠায় ভারতীয় ডাক বিভাগ। ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে জালিয়াতির ফাঁদ পাতছে সাইবার প্রতারকরা। কিন্তু ডাক বিভাগ কোনও লিঙ্ক দেয় না। তবে জালিয়াতরা লিঙ্ক দিচ্ছে। তাতে ক্লিক করলেই গ্রাহকের মোবইলটি দূর থেকে অপারেট করতে পারবে তারা। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে টাকা তুলে নেওয়াটা তাদের কাছে জলভাত। ফলে এই ধরনের লিঙ্ক কখনও খোলা উচিত নয়, সাবধানবাণী পুলিসের।

ইতিমধ্যেই এ ধরনের চারটি মৌখিক অভিযোগ এসেছে লালবাজারের সাইবার বিভাগে। তবে অভিযোগকারীরা সচেতন ছিলেন বলে তাঁদের আর্থিক ক্ষতি হয়নি। পুলিস আধিকারিকদের অবশ্য বক্তব্য, হুবহু ডাক বিভাগের বয়ান জাল করে মেসেজ পাঠানোর জন্য সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হতে পারেন। সে কারণেই এই নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রচার শুরু করেছে কলকাতা পুলিস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen