রাজ্য বিভাগে ফিরে যান

উলুবেড়িয়া থেকে জাহাজে মা দুগ্গা পাড়ি দিচ্ছেন টরোন্টোয়

July 11, 2024 | < 1 min read

প্রতিমা শিল্পী সঞ্জীব চন্দ্র-এর হাতে তৈরি প্রতিমা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিন গুনতে গুনতে আর নব্বই দিন। এর পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মাতবেন সকলে। চূড়ান্ত ব্যস্ততা কুমোরটুলিগুলোতে। কলকাতা থেকে প্রচুর দুর্গা প্রতিমা পাড়ি দেন বিদেশে। সেই তালিকায় যুক্ত হলেন হাওড়া জেলার উলুবেড়িয়ার প্রতিমা শিল্পীও।

এবার উলুবেড়িয়ার ময়রাপাড়া থেকে কানাডার টরোন্টোয় পাড়ি দিচ্ছেন উমা। সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহেই জাহাজে কানাডার পথে পাড়ি দেবেন উমা। কানাডার টরোন্টোর এক কমিটি ঠাকুর বায়না করেছিল। এবার সে দেশে পাঠানো হচ্ছে প্রতিমা। ছ’ফুট উচ্চতার ফাইবারের তৈরি দুর্গাটি তৈরি করেছেন উলুবেড়িয়া ময়রাপাড়ার শিল্পী সঞ্জীব চন্দ্র। প্রতিমা তৈরির কাজ শেষ। শুধু দুর্গা প্রতিমা নয়, তার সঙ্গে এ রাজ্য থেকে ঢাক সহ পুজোর বিভিন্ন সামগ্রী কানাডায় পাঠানো হচ্ছে। সঞ্জীব চন্দ্র জানান, ‘ফেসবুকে আমার প্রতিমার কাজ দেখে কানাডা থেকে আমন্ত্রণ আসে। কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্য নীলাঞ্জন সাহা যোগাযোগ করেন। মে মাসের শেষের দিকে প্রতিমার অর্ডার দেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#durga puja, #Canada, #Durga Idol, #Durga Puja 2024, #West Bengal, #howrah

আরো দেখুন