আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

AI-র মাধ্যমে তৈরি কানজা লায়লা জিতলেন বিশ্বের প্রথম মিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মহিলার খেতাব

July 11, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: BOLDSKY

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিশ্বের প্রথম মিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মহিলার খেতাব জিতলেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি মরক্কোর কানজা লায়লা। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি আরও দেড় হাজার প্রার্থী প্রতিযোগিতায় অংশ নেন। কানজা লায়লার প্রস্তুকারককে ১৩ হাজার মার্কিন ডলার পুরস্কার স্বরূপ দেওয়া হয়েছে। বিচারকরা বলেছেন, কানজার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উৎপাদনে ব্যবহৃত উন্নত প্রযুক্তির কারণেই কানজা জয়ী হয়েছেন।

জয়ী হওয়ার পর কানজা লায়লা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন যে, মিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খেতাব জেতার দুর্দান্ত আনন্দ তিনি সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। পোস্টে লেখা হয়েছে, যারা তার পাশে দাঁড়িয়েছেন ও সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কানজা লায়লার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১, ৯৪, ৬৪৪ জন। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ফ্রান্স ও পর্তুগালের মিস এআই।

TwitterFacebookWhatsAppEmailShare

#kenza layli, #miss artificial intelligence, #miss ai

আরো দেখুন