উত্তরবঙ্গের পর্যটন মুকুটে নয়া পালক, শুরু হচ্ছে হেলি ট্যুরিজম
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাহাড়প্রেমীদের সুখবর, উত্তরের পর্যটনের যোগ হতে চলেছে নয়া পালক। উত্তরবঙ্গের তিন জেলায় তৈরি হবে হেলিবন্দর। ভ্রমণ পিপাসুদের দার্জিলিং বরাবরই আকর্ষণের, সারা বছর সেখানে পর্যটকদের ঢল নামে।
এবার থেকে আকাশ পথেও ঘুরে দেখা যাবে পাহাড়ের অপরূপ রূপ। হেলিকপ্টারে চড়ে আকাশ পথে সুন্দরী পাহাড়কে দেখতে পারবেন পর্যটকরা। বাংলার পর্যটনকে ঢেলে সাজাতেই রাজ্য এমন উদ্যোগ নিচ্ছে। পাহাড়ে অনেক সময়ই ধস নাম? টয়ট্রেন বন্ধ? সড়কপথে গাড়িতে উপরে যাওয়া যাচ্ছে না? কিন্তু পাহাড় দেখা বন্ধ থাকবে না। সে’জন্যেই রাজ্যের উদ্যোগ। হেলিকপ্টারে পাহাড় দর্শনের সুযোগ নিয়ে এসেছে রাজ্য। সার্ভিস শুরু হওয়া সময়ের অপেক্ষা।
পশ্চিমবঙ্গ ইকো ট্যুরিজম দপ্তরের চেয়ারম্যান রাজ বসু বলেন, হেলি ট্যুরিজম সারা বিশ্বেই অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। উত্তরবঙ্গে রাজ্য সরকার দার্জিলিং, কালিম্পং এবং রায়গঞ্জে এই হেলি ট্যুরিজম চালু করার প্রকল্প নিয়েছে রাজ্য। হেলিকপ্টার সার্ভিস শুরু হলে উত্তরের পর্যটনে একটা নতুন দিশা খুলবে।
পাহাড়ে অনেক সময় ধসের মধ্যে আটকে পড়ার ঘটনা ঘটে। বৃষ্টি হলে পাহাড়ে যাওয়া মুশকিল হয়। এই সার্ভিস চালু হলে উপকার হবে, এমনটাই আশা পর্যটকদের। এতে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি সৌন্দর্য পর্যটকরা আকাশপথে দেখার সুযোগ পাবেন। রায়গঞ্জেও হেলিকপ্টার সার্ভিস চালু হলে ক্রস বর্ডার ট্যুরিজম উপকৃত হবে।