কলকাতা বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গ থেকে সরছে অক্ষরেখা! তবে কি এবার বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ?

July 12, 2024 | < 1 min read

উত্তরবঙ্গ থেকে সরছে অক্ষরেখা! তবে কি এবার বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আগামী টানা ৭ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। ভিজবে কলকাতাও। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আর্দ্রতা জনিত অস্বস্তিও ভোগাবে। আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়লেও তা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তিলোত্তমায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিম, মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে নিম্নচাপ সৃষ্টি হলে ভালো বৃষ্টি শুরু হবে।

শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতাতেও বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #South Bengal, #weather forcast, #Weather Update, #rainfall

আরো দেখুন