কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতায় চালু আরও ১৮টি ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টল

July 12, 2024 | < 1 min read

কলকাতায় চালু আরও ১৮টি ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সব্জির বাজারে আগুন। আনাজ কিনতে গিয়ে নাভিশ্বাস সাধারণ মানুষের। এবার সেই সমস্যা সমাধানে মহানগরীতে আরও ১৮টি ‘সুফল বাংলা’ চালু করল রাজ্য। এই মোবাইল ভ্যানগুলি মূলত গড়িয়াহাট, নিউটাউন, সল্টলেক, লেক মার্কেট, শিয়ালদহ, বউবাজার এলাকায় খোলা হয়েছে। কৃষি বিপণন দপ্তর সূত্রের খবর, পরবর্তীতে রাজ্যের অন্যান্য জায়গায় স্টলের সংখ্যা বাড়ানো হবে।

খুচরো বাজারের তুলনায় ‘সুফল বাংলা’ স্টলে আনাজের দাম অনেকটাই কম। রাজ্যে এখনও পর্যন্ত রাজ্যে এই স্টলের সংখ্যা ৪৮৬টি, এর মধ্যে স্থায়ী স্টল ৭২। এর মধ্যে কলকাতা পুর-এলাকায় স্থায়ী সুফল বাংলা স্টলের সংখ্যা ১৭। মোবাইল ভ্যানের সংখ্যা ২৪০।

দীর্ঘদিনের অভিযোগ কিন্তু সমস্যা হলো, স্থায়ী স্টলে রোজ সব্জি মিললেও মোবাইল ভ্যানগুলি নিয়মিত বসে না। অন্যদিকে স্টলে সকাল সকাল না গেলে আনাজ পাওয়া যায় না। তাই মানুষের স্বার্থে এই পরিস্থিতির সুরাহায় স্টল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে সম্প্রতি স্টল বসানোর জায়গার তালিকা প্রস্তুত করতে কলকাতা পুরসভাকে অনুরোধ করেছে কৃষি বিপণন দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Sufal Bangla Stall, #Mobile Van

আরো দেখুন